1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :
শিরোনাম :
ফ্রিজ়ে রাখা দুধ গরম করলেই ছানা হয়ে যায়! ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন নতুন ৫ খাবার গোপন করেছিলেন বিয়ে, প্রেমে পড়েছিলেন সহ-অভিনেত্রীর, বহুকামিতা নিয়ে প্রচারে থাকেন বলি নায়িকা ‘আল্লার কাছে পাঠিয়ে দেব’, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কের প্রেসিডেন্ট এর্ডোগানের বার্তা রাশিয়ার পরে এ বার আইএসের হানা গৃহযুদ্ধ দীর্ণ সিরিয়ায়, বিস্ফোরণ, গুলিতে নিহত অন্তত ১১ রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্টারের বিরুদ্ধে মামলা করলো দুদক পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত ৬ বিশ্বসুন্দরীমঞ্চে এই প্রথম মুসলিমবিশ্বের প্রতিনিধি… দেখে নিন আপনি বুদ্ধিমান কী না! দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
শিরোনাম :
ফ্রিজ়ে রাখা দুধ গরম করলেই ছানা হয়ে যায়! ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন নতুন ৫ খাবার গোপন করেছিলেন বিয়ে, প্রেমে পড়েছিলেন সহ-অভিনেত্রীর, বহুকামিতা নিয়ে প্রচারে থাকেন বলি নায়িকা ‘আল্লার কাছে পাঠিয়ে দেব’, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তুরস্কের প্রেসিডেন্ট এর্ডোগানের বার্তা রাশিয়ার পরে এ বার আইএসের হানা গৃহযুদ্ধ দীর্ণ সিরিয়ায়, বিস্ফোরণ, গুলিতে নিহত অন্তত ১১ রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্টারের বিরুদ্ধে মামলা করলো দুদক পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃত ৬ বিশ্বসুন্দরীমঞ্চে এই প্রথম মুসলিমবিশ্বের প্রতিনিধি… দেখে নিন আপনি বুদ্ধিমান কী না! দাঁত ব্রাশ করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাইজভান্ডার দরবার শরীফের ইমাম কে ফুল দিয়ে সংবর্ধনা জানালেন কাউন্সিলর সুমন

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২৭০ বার
মাইজভান্ডার দরবার শরীফের ইমাম কে ফুল দিয়ে সংবর্ধনা জানালেন কাউন্সিলর সুমন
মাইজভান্ডার দরবার শরীফের ইমাম কে ফুল দিয়ে সংবর্ধনা জানালেন কাউন্সিলর সুমন

এসএম বিশাল: রাজশাহী নগরীতে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা ইয়াজদাহুম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯নভেম্বর) বিকালে রাজশাহীর মনি বাজার নানকিং দরবার হলে এ ফাতেহা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী (মা.জি.আ.)।

অনুষ্ঠান চলাকালীন সময় রাত্রী সাড়ে ৯ টায় রাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন উপস্থিত হয়ে প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

অনুষ্ঠানে কাউন্সিলর সুমন বলেন,সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে ধর্মীয় অনুুশাসন মেনে চলতে হবে। পৃথিবীতে সত্যিকার অর্থ শান্তি, সাম্য, সুবিচার ও মানবিক সম্প্রীতি কায়েম করতে সূফীবাদি ইসলামের চর্চা বেগবান করারও আহব্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সৈয়দ বলেন, বিশ্বে নির্যাতিত মুসলমানদের রক্ষায় নেতৃবৃন্দ ও শাসকদের ঐক্যের বিকল্প নেই।

প্রিয় নবীর আগমন শুধু মুসলমানদের জন্যই নয়; সমস্ত কুল কায়েনাতের জন্য রহমত। তার উসিলায় বিশ্বে ন্যায় ইনসাফ ও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম ধর্মের অনুসারী বিশ্বে দুইশত কোটির অধিক মুসলমানদের হৃদপিন্ড হলো হযরত মুহাম্মদ মুজতবা (দ.)।

অথচ ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে-সহ কিছু দেশে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রিয়নবীর ব্যঙ্গ চিত্র ও কার্টুন প্রকাশ করে মুসলমানদের হৃদপিন্ডে আঘাত-সহ নাস্তিক ও জঙ্গিবাদকে উৎসাহিত করছে।

দেশে দেশে সংঘাত, সহিংসতা ছড়িয়ে দিয়ে মুসলমানদের জঙ্গি চিহ্নিত করে নির্যাতন করাই এদের মূল লক্ষ্য। এসব সম্ভব হচ্ছে মুসলিম শাসকদের ভোগ বিলাস, ক্ষমতা লিপ্সা ও অনৈক্যের কারণে।

আগামীর বিশ্বে মুসলমানদের রক্ষায় বহুদা বিভক্ত মুসলিম নেতৃবিন্দ ও শাসকদের অনৈক্যের বেড়াজাল থেকে বের হয়ে ঐক্যের মেলবন্ধন তৈরির বিকল্প নেই। তিনি বলেন, আমরা যেমন রাসূলের অবমাননা মেনে নিতে পারিনা। তেমনি কোনো ধর্ম বা ধর্মী গুরুর অবমাননাও চাই না।

কারণ শান্তি ও উদারতার ধর্ম ইসলাম আমাদের এই শিক্ষা দেয় না। সবশেষে বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ, করোনা মহামারি থেকে বিশ্ববাসীর মুক্তি চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত পরিচালনা করেন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী (মা.জি.আ.)।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সূফী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর রুহুল আমিন প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রফেসর আখতার হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আনজুমান রাজশাহী জেলা উপদেষ্টা রেজাউল হক মুনজু মাইজভাণ্ডারী, মো: শমসের আলী মাইজভাণ্ডারী, মো: লুৎফর রহমান মাইজভাণ্ডারী, মইনীয় যুব ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আসলাম হোসেন, প্রচার সম্পাদক শরিফুল রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পায়েল সহ-প্রচার সম্পাদক জাহিদ হোসেন শ্যামল, দপ্তর সম্পাদক সোহেল মাহমুদ ভুইয়া, আনজুমান সভাপতি মো: রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলার বিবেক.ডট কম ১৯ নভেম্বর ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme