আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড তুনুইয়ান পদত্যাগ করেছেন।
রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের প্রধান উপদেষ্টা বাঘারশাক হারুতিওনিয়ানকে এবার এই দায়িত্ব দেওয়া হতে পারে। আগে ১৯৯৯ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
আজারবাইজানের দখলীকৃত ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সংক্রান্ত শান্তি চুক্তিতে স্বাক্ষর করার পর থেকেই চাপের মুখে পড়ে পাশিনিয়ানের সরকার। সেদেশের জনগণ এই চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে। প্রতিবাদকারীরা খোদ প্রধানমন্ত্রী পাশিনিয়ানের পদত্যাগ দাবি করেছে। আর্মেনিয়ার প্রেসিডেন্টও সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের পক্ষে কথা বলেছেন।বিভিন্ন মহলের ধারণা তারই জেরে এই প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ।
সম্প্রতি রাশিয়ার তত্ত্বাবধানে আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধ বন্ধে রাজি হয়। তখন দুই দেশের স্বাক্ষরিত চুক্তিতে নাগার্নো-কারাবাখের দখলীকৃত এলাকাগুলো ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল।
বাংলার বিবেক ডট কম – ২১ নভেম্বর, ২০২০
Leave a Reply