মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ট্রাকের চাপায় জামাল মুন্সী নামের এক ইতালি প্রবাসী নিহত হয়েছেন।
গতকাল রোববার (২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার শেখ হাসিনা সড়কের মস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে।
জামাল মুন্সী সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আপাসী গ্রামের কাসেম মুন্সীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মস্তফাপুর পল্লীবিদ্যুৎ জামে মসজিদে আসরের নামাজ আদায় করে মোটরসাইলকেল নিয়ে বাড়ির দিকে ফিরছিল ইতালি প্রবাসী জামাল। সদর উপজেলার শেখ হাসিনা সড়কের মস্তফাপুরে এলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় জামালকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম মিঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গাড়ির চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
বাংলার বিবেক ডট কম – ২৩ নভেম্বর, ২০২০
Leave a Reply