বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফ সাবধানতা বজায় রাখতে শুটিং শুরুর আগে করোনা পরীক্ষা করালেন।
কিছুদিন আগেই মালদ্বীপ গিয়েছিলেন ক্যাটরিনা। একটি বিজ্ঞাপনের ভিডিও শুটিং করতে গিয়েছিলেন অভিনেত্রী। আর তাই দেশে ফিরে ছবির শুটিংয়ে যোগ দেওয়ার আগে নিজের শারীরিক অবস্থা যাচাই করে নিলেন অভিনেত্রী। পরীক্ষা করালেন করোনা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্যাটরিনা।
ভিডিও দেখা যাচ্ছে পিপিই কিট পরিহিত এক স্বাস্থ্যকর্মী ক্যাটরিনার সোয়াব স্যাম্পল নিচ্ছেন। ভিডিওটি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, “এটা করতেই হবে। শুটিংয়ের জন্য পরীক্ষা করাচ্ছি। সাবধানতা সবার আগে।” সাদা রঙের পোশাকে সবসময়ের মতোই লাগছিল অভিনেত্রীকে। তবে তার লালা রসের নমুনা যখন নেয়া হচ্ছে নাক থেকে, তখন তিনি বেশ ভয় পেয়ে গিয়েছিলেন।
মালদ্বীপ বেড়াতে যাওয়ার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্যাটরিনা। নীল আকাশ ও দিগন্ত বিস্তৃত সমুদ্রের সামনে রঙিন পোশাকে ক্যাটরিনাকে দেখে মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরা। কিছুদিন আগে একটি পোস্ট এর মাধ্যমে ক্যাটরিনা জানিয়েছিলেন লকডাউন এর পরে আবার শুটিংয়ে ফিরতে পেরে তিনি খুব আনন্দে রয়েছেন। আর তারপরে মালদ্বীপে বেরিয়ে এসে তিনি আরো খুশি।
ক্যাটরিনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি হল ভারত। এছাড়া আগামীতে তাকে অক্ষয় কুমারের বিপরীতে সূর্যবংশী ছবিতে দেখা যাবে। ফোনভূত ছবিতেও এই মুহূর্তে অভিনয় করছেন ক্যাটরিনা। তার বিপরীতে দেখা যাবে সিদ্ধান্ত ত্রিবেদী এবং ঈশান খাট্টারকে।
বাংলার বিবেক ডট কম – ২৩ নভেম্বর, ২০২০
Leave a Reply