বিনোদন ডেস্ক : বর্তমানে ধরমশালায় রয়েছেন কারিনা কাপুর খান। ধরমশালায় কারিনা যখন ছুটি কাটাচ্ছেন, তখন প্রায় প্রতিদিনই ধরমকোট স্টুডিয়োতে হাজির হচ্ছেন তিনি। ছেলে তৈমুর আলি খানকে নিয়েই ধরমকোট স্টুডিয়োতে হাজির হচ্ছেন বেবো।
কখনও তৈমুরকে নিজের হাতে করে মাটির পাত্র তৈরি করতে শিখিয়ে দিচ্ছেন কারিনা, আবার কখনও ধরমকোট স্টুডিয়োর কর্মীদের সঙ্গে গল্পে মেতে উঠতে দেখা যাচ্ছে কারিনাকে। সেই কারণেই এবার ধরমকোট স্টুডিয়োর কর্মীদের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় বলিউডের এই প্রথম সারির অভিনেত্রীকে।
ধরমকোট স্টুডিয়োতে গিয়ে কারিনা যখন তৈমুরকে নিজের হাতে করে মাটির পাত্র তৈরি করা শিখিয়ে দিচ্ছেন, সেই সময় ওই ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। কারিনা এবং তৈমুরের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
ভূত পুলিসের শ্যুটিংয়ের জন্য বর্তমানে হিমাচল প্রদেশে রয়েছেন সাইফ আলি খান। দীপাবলির উৎসব শুরু হওয়ার আগেই সইফের কাছে চলে যান কারিনা। ধরমশালায় কারিনা কাপুর এবং তৈমুর আলি খানের সঙ্গী হন মালাইকা অরোরা। ভূত পুলিসের শ্যুটিংয়ের জন্য সাইফের সঙ্গে সেখানে অর্জুন কাপুরও রয়েছেন। অর্জুনের সঙ্গে কয়েকটা দিন একান্তে কাটাতেই ধরমশালায় যান মালাইকা।
দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা অবস্থায় কারিনা লাল সিং চাড্ডার শ্যুটিং শেষ করেন। আমির খানের সঙ্গে দিল্লিতে গিয়েই শেষ করেন শ্যুটিং। লাল সিং চাড্ডার শ্যুটিং শেষ হওয়ার পর পতৌদি রাজপ্রাসাদে উড়ে যান সাইফ, কারিনা। সেখান থেকে মুম্বইতে ফেরার পর ভূত পুলিসের শ্যুটিংয়ের জন্য হিমাচলে উড়ে যান সাইফ আলি খান।
বাংলার বিবেক ডট কম – ২৫ নভেম্বর, ২০২০
Leave a Reply