ক্রীড়া ডেস্ক : চলতি বছরের শুরুর দিকেই আইসিসির চেয়ারম্যান পদ থেকে শশাঙ্ক মনোহর ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা চলছে। কে হবেন আইসিসির নতুন চেয়ারম্যান?
আইসিসি চেয়ারম্যান পদের জন্য জমা পড়ে দুটি নাম। নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে এবং সিঙ্গাপুরের ইমরান খোয়াজা মনোনয়ন পত্র জমা দেন।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
নিউ জিল্যান্ডের নাগরিক বার্কলে। একজন আইনজীবী। ২০১২ সাল থেকে তিনি নিউ জিল্যান্ড ক্রিকেটের একজন ডিরেক্টার। আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের পদ থেকে ইস্তফা।
আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বার্কলে বলেন, “আইসিসি-র চেয়ারম্যান নির্বাচিত হওয়া সম্মানের। আমাকে সমর্থন করার জন্য আইসিসি ডিরেক্টরদের ধন্যবাদ জানাই। খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করব। আমি আইসিসির ১০৪টি দেশের প্রতিনিধি হিসেবে কাজ করব।”
বাংলার বিবেক ডট কম – ২৫ নভেম্বর, ২০২০
Leave a Reply