অনলাইন ডেস্ক : অব্যাহত তাপদাহে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যেই তাপদাহ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে অনেকেই।
এদিকে অব্যাহত তাপদাহের কারণে প্রয়োজন ছাড়া কেউই বাড়ীর বাইরে বের হচ্ছে না। সবচেয়ে কাহিল হয়ে পড়েছেন দিনমজুর ও ক্ষেতমজুরসহ ধান চাতাল শ্রমিকেরা। কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন এরা।
চাতাল শ্রমিক জরিনা বেগম বলেন, রোদের তাপে চাতালে থাকা দায় হয়ে পড়েছে। কিন্তু চাতালে না নামলে ধানও শুকবে না। ধান শুকাতে না পারলে মজুরিও পাওয়া যাবে না। আর মজুরি না পাওয়া গেলে পেটে দানাও পড়বে না। তাই রোদের তাপ সহ্য করেই কাজ করতে হচ্ছে।
রিকশাভ্যান চালক আব্দুর রশিদ বলেন, আগে যে আয় হতো, এখন তাপদাহের কারণে সেই আয় হচ্ছে না। তা ছাড়া তীব্র রোদে বেশিক্ষণ রিকশাভ্যান চালানো কঠিন হয়ে পড়েছে। বেশিক্ষণ রিকশাভ্যান চালালে অসুস্থ হয়ে পড়তে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, রোদে তীব্র তাপের কারণে মানুষের বিভিন্ন প্রকার অসুখ -বিসুখ হচ্ছে। তা ছাড়া গরমের কারণে মানুষের পানি শূন্যতা দেখা দিচ্ছে। এরজন্য অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। নিজেকে সুস্থ রাখার জন্য এ সময় রোদ ও গরম এড়িয়ে চলা প্রয়োজন।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply