আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় মৃত্যু কমপক্ষে ৩০ জন আহত আরও ২৪ জন।
জানা গিয়েছে রবিবার আফগানিস্তানের গজনি’র একটির সামরিক শিবিরে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। নিহতেরা পুলিশের সদস্য বলে জানা গিয়েছে।
একটি সংবাদ সংস্থার রিপোর্টে জানা গিয়েছে, স্থানীয় শীর্ষ কর্মকর্তারা এই হামলায় হতাহত ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানানো হয়েছে নিহত ৩০ জন। এছাড়া আহত ২১ জনকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কা প্রকাশ করে কর্মকর্তা জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, এই হামলা একটি আত্মঘাতী বোমা হামলা ছিল । গজনি শহরের কাছে একটি সেনা শিবিরে বিস্ফোরকবাহিত গাড়ি ব্যবহার করে এই হামলা চালানো হয়েছিল।
ওই কর্মকর্তা জানিয়েছেন, হামলায় নিহত ও আহত হওয়া সেনারা আফগান ন্যাশনাল আর্মি’র (এএনএ) একটি ব্যাটালিয়নের সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানিয়েছে, সকাল ৭ টা ৩৭ নাগাদ এই হামলা চালানো হয়।
যদিও এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে স্থানীয় কর্তৃপক্ষ হামলার জন্য তালিবান জঙ্গিদের দায়ী করেছে।
বাংলার বিবেক ডট কম – ৩০ নভেম্বর, ২০২০
Leave a Reply