আন্তর্জাতিক ডেস্ক : উইঘুরদের চিহ্নিত করতে নতুন প্রযুক্তি আনল চিন। হুয়াই-এর সাহায্য নিয়ে সেই প্রযুক্তি তৈরি করা হয়েছে।
উইঘুর মুসলিমদের খতম করতে নিত্যনতুন পন্থা ব্যবহার করে চিন। এবার তাঁদের শনাক্ত করার জন্য শি জিনপিংয়ের প্রশাসন অত্যাধুনিক সফটওয়্যার তৈরি করেছে বলেই গোয়েন্দা সূত্রে খবর।
উইঘুরদের যাতে ভিড়ের মধ্যেও খুব সহজে শনাক্ত করা যায় তার জন্য চিনের বিখ্যাত তথ্যপ্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে একটি সফটওয়্যার তৈরি করেছে। যার সাহায্যে মুখ দেখেই উইঘুরদের শনাক্ত করা যাবে।
এর সাহায্যে ধর্মপ্রাণ উইঘুর মুসলিমদের বেছে বেছে জেলে ঢোকানো হচ্ছে। এমনকী তাঁদের সম্পর্কে একটি বিরাট তথ্য ভাণ্ডারও তৈরি করা হচ্ছে। যার ফলে ইচ্ছা করলেই ওই মানুষগুলিকে যখন খুশি বন্দিশিবিরে বা বাইরে রাখতে পারবে তারা।
চিনের সংখ্যালঘু সম্প্রদায় উইঘুরদের নিয়ে একাধিক সংবাদ শিরোনাম হয়েছে। দীর্ঘদিন ধরেই তাদের ওপর অত্যাচার চালাচ্ছে বেজিং বলে অভিযোগ। সেই ইস্যুতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরে আমেরিকা, ব্রিটেনের মত দেশ। চিনের উত্তর পশ্চিমের প্রদেশ জিনঝিয়াংয়ে উইঘুরদের বাস। সেখানেই নানা বিধি নিষেধাজ্ঞা আরোপ করে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ।
আবেদন করা হয়, চিন যেন এই সম্প্রদায়ের মানুষদের ওপর কাউন্টার টেররিজম বন্ধ করে। নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী সদস্য কেলি ক্রাফট জানান চিনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র। অবিলম্বে এই অত্যাচার বন্ধ করা দরকার। এভাবে দিনের পর দিন মানবাধিকার লঙ্ঘন হতে পারে না।
একই সুরে কথা বলেন নিরাপত্তা পরিষদে ব্রিটেনের প্রতিনিধি জেমস রস্কো। তিনি বলেন বিশ্ব জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার রক্ষা করা সংশ্লিষ্ট রাষ্ট্রের কর্তব্য। কিন্তু দুঃখের বিষয় চিনের উইঘুরদের সাথে সেটা হচ্ছে না।
এই বিষয়ে একাধিকবার সরব হয়েছে আন্তর্জাতিক মহল। দিন কয়েক আগেই একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টে প্রকাশিত তথ্যে জানা যায়, চিনের সংখ্যালঘু মুসলিম এবং চিনের পশ্চিমাঞ্চলের উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের বিষেশত মহিলাদের জন্ম নিয়ন্ত্রণের উপর চাপ সৃষ্টি করছে চিনা সরকার।
বাংলার বিবেক ডট কম – ১১ ডিসেম্বর, ২০২০
Leave a Reply