ক্রীড়া ডেস্ক : সোমবার অনুষ্ঠিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ড্র। প্রত্যাশামতোই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে একাধিক আকর্ষণীয় ম্যাচ নিয়ে হাজির হবে ইউরোপের সেরা ফুটবলের লিগ। সেখানে যেমন রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম চেলসির লড়াই তেমনই লিভারপুল মুখোমুখি হবে গতবারের সেমিফাইনালিস্ট আরবি লেইপজিগের। তবে রাউন্ড অফ ১৬-তে যে ম্যাচের দিকে নজর থাকবে সকল ফুটবলপ্রেমীদের সেটা হল বার্সেলোনার বিরুদ্ধে গতবারের রানার্স পিএসজি’র লড়াই ঘিরে।
গত মরশুমের শুরু থেকে চ্যাম্পিয়ন্স লিগে এখনও অবধি অপরাজিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শেষ ষোলোয় লেওয়ানদোস্কিরা খেলবেন ইতালির ক্লাব ল্যাজিওর বিরুদ্ধে প্রথমবার ইউরোপ সেরার প্রতিযোগীতায় এই দু’দলের এটি প্রথম সাক্ষাৎ। লিভারপুলের মতোই নক-আউটের প্রথম স্টেজে একটি জার্মান ক্লাবের মুখোমুখি হতে চলেছে ইংলিশ জায়ান্ট ম্যাঞ্চেস্টার সিটি। গ্রুপ স্টেজে চমক দেখানো বরুসিয়া মনচেনগ্ল্যাডবাচের বিরুদ্ধে পেপের দলের লড়াইও ছাপিয়ে যেতেই পারে প্রত্যাশার পারদ।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ শেষ ষোলোয় মুখোমুখি হবে ইতালি ক্লাব আটলান্টার। অন্য ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসের লড়াই হবে এফসি পোর্তোর বিরুদ্ধে। আগামী ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলি। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি।
একনজরে দেখে নেওয়া যাক রাউন্ড অফ ১৬ সূচি:
বরুসিয়া মনচেনগ্ল্যাডবাচ বনাম ম্যাঞ্চেস্টার সিটি
ল্যাজিও বনাম বায়ার্ন মিউনিখ
অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম চেলসি
আরবি লেইপজিগ বনাম লিভারপুল
এফসি পোর্তো বনাম জুভেন্তাস
বার্সেলোনা বনাম পিএসজি
সেভিয়া বনাম বরুসিয়া ডর্টমুন্ড
আটলান্টা বনাম রিয়াল মাদ্রিদ
বাংলার বিবেক ডট কম – ১৫ ডিসেম্বর, ২০২০
Leave a Reply