অনলাইন ডেস্ক : সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য ন্যুড ফটোশুট করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেওয়ার পর থেকে নেট দুনিয়ায় ঝড় তুলেছে। অসংখ্য ট্রল হচ্ছে তাকে নিয়ে, কেউ কেউ প্রশংসাও করছেন। এবার রণবীর সিংয়ের বিরুদ্ধে নারীদের অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার (২৫ জুলাই) মুম্বাই পুলিশের কাছে রণবীর সিংয়ের বিরুদ্ধে মামলা করেছে একটি এনজিও প্রতিষ্ঠান। তাদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ন্যুড ফটো শেয়ার করার মধ্য দিয়ে নারীদের অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর সিং।
এনজিওর পক্ষে মামলা করেন একজন নারী আইনজীবী ও সাবেক সাংবাদিক। একইসঙ্গে অভিনেতার বিরুদ্ধে নারীর শালীনতা ক্ষুন্ন করার উদ্দেশে আরও একটি অভিযোগ দায়ের করার আবেদন করেন তিনি।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply