ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে এ.বি.এম.পি.এফ ক্যাবল টিভি এ- ব্রডব্যা- ইন্টারনেট নেটওয়ার্কের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৭জুলাই) বুধবার রাত ৮টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্যাটভিশন ক্যাবল নেটওয়ার্কের ব্যবস্থাপক সুমন সরকার। এতে বক্তব্য রাখেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য সাজেদুর ইসলাম বাবু, সদস্য নুর ইসলাম, সদস্য লাভলু ফারুক, এ.বি.এম.পি.এফ ক্যাবল টিভি এ- ব্রডব্যা- ইন্টারনেট নেটওয়ার্কের অজিত রায়, অরুন সরকার, স্বপন, কামরুজ্জামান মিন্টু ও পলাশ সাহা প্রমুখ।
শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। এতে এ.বি.এম.পি.এফ ক্যাবল টিভি এ- ব্রডব্যা- ইন্টারনেট নেটওয়ার্কের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলার বিবেক/এমআরটি
Leave a Reply