অনলাইন ডেস্ক : কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ নূর ছালাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) ভোরে বর্ধিত ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়ায় এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। মূলত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী এ সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply