টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টাঙ্গাইল পৌরসভার আশিকপুর এলাকার জিনাত আলীর স্ত্রী মিনা বেগম (৩৫)।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রেজাউল করিম জানান, সকালে করটিয়া ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেল টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুরা নামক স্থানে পৌঁছালে একই দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নারী নিহত হন। আহত হন চালক।
পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আহতকে ভর্তি করেন এবং নিহতের মরদেহ এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলার বিবেক ডট কম – ১৮ ডিসেম্বর, ২০২০
Leave a Reply