বিনোদন ডেস্ক : সোনু সুদ এবার শহর ও গ্রামে একটি উদ্যোগী মানসিকতা তৈরির লক্ষ্যে কাজ করবে। অভিনেতাকে এই কাজে উদ্যোগী করেছে স্পাইস মানি। এই সংস্থা ও সোনু সুদ যৌথভাবে এই কাজ করবে।
তাঁকে সংস্থায় ইক্যুইটি অংশের (স্টেক) মালিক হবে এবং একটি নন-এক্সিকিউটিভ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হিসাবে তাকে নিয়োগ করা হচ্ছে। স্পাইস মানি সোনু সুদের সাথে সম্মিলিতভাবে নতুন উদ্যোগ এবং প্রোডাক্টগুলি ডিজাইন করবে যা গ্রামীণ এবং শহুরে ভারতের মধ্যে বিভেদকে কমিয়ে দেবে। সোনু সুদকে স্পাইস মানির প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবেও দেখা যাবে।
স্পাইস মানির প্রতিষ্ঠাতা দিলীপ মোদী বলেছেন, “আমরা একই রকম আবেগের অংশীদার সোনু সুদকে পেয়ে আনন্দিত।” সোনু সুদ বলেন, “প্রযুক্তি ব্যবহার করে দেশবাসী, আর্থ-সামাজিক স্বতন্ত্র ও স্বাবলম্বী করা আমার স্বপ্ন।” প্রসঙ্গত স্পাইস মানি, ভারতের শীর্ষস্থানীয় গ্রামীণ ফিনটেক সংস্থা ডিজিটালভাবে এবং আর্থিকভাবে ১ কোটি গ্রামীণ উদ্যোক্তাকে ক্ষমতায়ন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এর জন্যেই তাঁরা অভিনেতা ও কোভিডকালে সমাজসেবী রূপে আত্মপ্রকাশ করা সোনু সুদের সঙ্গে হাত মিলিয়েছে স্পাইস মানি।
কোভিড-১৯ অতিমারি শুরু হওয়ার পর থেকেই সোনু সুদের লক্ষ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা প্রয়োজন তাদের সহায়তা করা। এ নিয়ে নানান খবর হয়েছে। স্পাইস মানির লক্ষ্য হল ডিজিটাল ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতিটিকে শক্তিশালী করা।
সম্প্রতি কৃষকদের হয়ে কথা বলেন সোনু সুদ। তিনি একটি অনুষ্ঠানে এসে বলেন, ‘আমাদের দেশের কৃষকরা আন্দোলনে বসে রয়েছে। যা দেখে আমি ঠিক থাকতে পারছি না। প্রতি মুহূর্তে তাঁদের কথা আমায় ভাবাচ্ছে। আমি পঞ্জাবের ছেলে। ওখানেই আমার জন্ম, বেড়ে ওঠা। আমি কৃষকদের সঙ্গেই বড় হয়েছি। তাঁদের এইভাবে দিনের পর আন্দোলন করতে দেখে সত্যিই কষ্ট হচ্ছে। এর সমাধান হওয়া দরকার। সরকার কৃষকদের সঙ্গে ভালোবেসে কথা বলুন। তাঁদের সমস্যার সমাধান যত তাড়াতাড়ি সম্ভব করুন। তিনি আবার এশিয়ার প্রথম ৫০ জন প্রভাবশালী তারকার মধ্যে সর্বপ্রথম স্থানটি দখল করে নিয়েছেন তাঁর অতিমারির সময়ে জনমুখী কাজের মাধ্যমে ।
বাংলার বিবেক ডট কম – ২২ ডিসেম্বর, ২০২০
Leave a Reply