স্টাফ রিপোর্টার : রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় ফাতেহা সুমি (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন।
গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে বিমানবন্দর থানাধীন এপিবিএন মাঠ সংলগ্ন সড়ক এ দুর্ঘটনা ঘটে।
জসিমউদ্দিন সড়কে ইউটার্নের পাশে রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহন ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মধ্যরাতের পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মৃত নারীর স্বামীর নাম কাজী সাইফুল ইসলাম। তাদের বাসা উত্তরা ৭ নম্বর সেক্টর, রোড ৩৩, বাড়ি নম্বর ১৬। ফাতেহা গৃহিণী ছিলেন। কোন যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে, বুধবার রাত ১১টার দিকে বিমানবন্দরের এপিবিএন মাঠ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩২) নিহত হন।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফরমান আলী বলেন, ‘গতরাতে সড়ক দুর্ঘটনায় নিহত এসআই কামরুল ইসলামের মোটরসাইকেলে ওই নারী ছিলেন কিনা, তা এখনো জানা যায়নি। তবে, দুর্ঘটনাটি একই জায়গায় ঘটেছে।
বাংলার বিবেক ডট কম – ৩১ ডিসেম্বর ২০২০
Leave a Reply