1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :
শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ? দিনাজপুরে ড্রাম ট্রাকসহ ১০০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩
শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ? দিনাজপুরে ড্রাম ট্রাকসহ ১০০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩

২০২৭ সালেই মিলবে চাঁদে হাঁটার অভিজ্ঞতা!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ বার
২০২৭ সালেই মিলবে চাঁদে হাঁটার অভিজ্ঞতা!
২০২৭ সালেই মিলবে চাঁদে হাঁটার অভিজ্ঞতা!

তথ্যপ্রযুক্তি : বিজ্ঞানের বরে মোট ১২ জন মানুষ চাঁদে গিয়ে ঘুরে এসেছেন। কিন্তু এ বার সত্যিই চাঁদের মাটিতে নামার পালা। একেবারে পৃথিবীর বুকেই স্থির হয়ে দাঁড়াবে চাঁদ, যে কোনও মানুষ গিয়ে ঘুরে দেখে আসতে পারবেন। তবে চরকা কাটা বুড়ির সন্ধান মিলবে কিনা তা জানা যায়নি।

আসলে চন্দ্রাকৃতির এক বিলাসবহুল রিসোর্ট তৈরি হতে চলেছে পৃথিবীর বুকে। এমনই পরিকল্পনার কথা জানিয়েছে, কানাডা -র এক স্থাপত্য নির্মাণ সংস্থা। এই সংস্থা চারটি স্থানে এই ‘ডেস্টিনেশন রিসোর্ট’ তৈরি করার পরিকল্পনা করছে। এর মধ্যে সব থেকে পাল্লা ভারী দুবাই-এর।

সংযুক্ত আরব আমিরাতের এমন এক দেশ যেখানে প্রায় সমস্ত স্থাপত্যই বিশ্বের বিস্ময় উদ্রেক করে। ফলে এমনটা একটা দেশে গোলাকার চাঁদ এসে নেমেছে, এমন কল্পনা করাটাও কিছু খাপছাড়া হবে না।

সম্প্রতি একটি ছবি ইন্টারনেটে পাওয়া গিয়েছে। যেখানে দুবাই শহরের কাছে সুবিশাল এক চাঁদের মতো স্থাপত্য -কে দেখা যাচ্ছে। পশ্চাদপটে চিহ্নিত করা যাচ্ছে বুর্জ খলিফা-কেও। প্রবল চন্দ্রদ্যুতি যেন খানিকটা হলেও ম্লান করে দিয়েছে বুর্জ খলিফার চাকচিক্য।

এই পরিকল্পনার পিছনে থাকা দুই উদ্যোক্তার একজন হলেন মিশেল হেন্ডারসন । সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই প্রকল্পটি বেশ বড়, অত্যন্ত জটিল এবং সম্পূর্ণ অনন্য। গোলকটি ১৯৮ মিটার ব্যাস-সহ ২০০ মিটারেরও বেশি উঁচু হতে চলেছে। এই প্রকল্পে চার হাজার বিলাস বহুল রিসর্ট স্যুট থাকবে। তবে এরই সঙ্গে থাকতে চলেছে ৩০০টি বুটিক আবাস। যেগুলি কিনে নিতে পারবেন যে কেউ। প্রধান সুপারস্ট্রাকচার ডিস্কের মধ্যেই এই আবাসনগুলি থাকবে। এ সব আবাসনের মালিকেরা একটি ক্লাবের সদস্যপদ পাবেন। তাঁদের নানা রকম সুবিধা দেওয়া হবে।

পৃথিবীর বুকে চাঁদ—অবিকল চাঁদের মতো চেহারা দেওয়ার জন্য এই স্থাপত্যের সম্মুখভাগে চন্দ্রকলঙ্কও তৈরি করা হবে। অর্থাৎ চাঁদের পিঠের মতো গর্তও থাকবে। কী ভাবে তৈরি করা হবে এই ধরনের চেহারা? হেন্ডারসন বলেন, ‘একটি কার্বন ফাইবার যৌগ ব্যবহার করা হবে যা অত্যন্ত শক্তিশালী এবং টেকসই। এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌর কোষের সঙ্গেও যুক্ত করা হবে।’চন্দ্রপৃষ্ঠের মতোই আলোকিত হবে এই ভবন, এমনই জানানো হয়েছে স্থাপত্য সংস্থার পক্ষ থেকে। এমনকী চাঁদের বিভিন্ন পর্যায়গুলি চিত্রিত করতে ব্যবহার করা হতে পারে আলো। হেন্ডারসন বলেন, ‘আমাদের কাছে বুর্জ খলিফা লাইট শো-এর মতো একাধিক ডিসপ্লে অপশন রয়েছে। কখনও কখনও পুরো ভবনটি এর পতাকা হয়ে উঠতে পারে।

সারা বিশ্বে চারটি ‘মুন ডেস্টিনেশন রিসর্ট সারা বিশ্বে চারটি ‘মুন ডেস্টিনেশন রিসর্ট’ তৈরি করার পরিকল্পনা করেছে। এগুলি তৈরি হতে পারে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং লাস ভেগাসে এ এমন একটি রিসোর্ট তৈরি হবে বলে ছবি প্রকাশ করা হয়েছে। অঞ্চলের জন্য, সংযুক্ত আরব আমিরাত বাহরাইন  কাতার এবং সৌদি আরব -এর কথা ভাবা হচ্ছে।

সংস্থার তরফে নির্মাণ খরচ ৫ বিলিয়ন ডলার ধরা হয়েছে। যার বার্ষিক রাজস্ব অনুমান থাকতে পারে ১.৮ বিলিয়ন ডলার।অনুমোদন পাওয়া গেলে ‘মুন দুবাই’-য়ে বছরে অন্তত ১ কোটি মানুষ আসবেন। হেন্ডারসন জোর দিয়ে বলেন, সম্পূর্ণ রিসোর্টটি একটি গোল্ড ফাইভ-স্টার মানে নির্মিত। শুধু তাই নয় স্তরে পরিষেবা দেওয়া হবে।

ঠিক কতদিন লাগবে এই রিসোর্ট তৈরি হতে তা এখনই বলা সম্ভব নয়। তবে হেন্ডারসন দাবি করেছেন, সমস্ত কিছু ঠিক ঠাক থাকলে জমি পাওয়ার পর ১২ মাসের প্রাক-উন্নয়ন কর্মসূচি প্রয়োজন হবে। তারপর নির্মাণ কাজে সময় লাগতে পারে ৪৮ মাস। সেই হিসেবে ধরলে যদি ২০২২-এর শেষ নাগাদ কাজ শুরু হয়ে যায় তবে ২০২৭ সালের মধ্যেই পৃথিবীর বুকে খুলে যেতে পারে চাঁদের দরজা।

মাধ্যাকর্ষণহীনতা—শুধু বাইরে থেকেই নয়। ভিতরেও দর্শকরা অনুভব করতে পারবেন চাঁদের মতো অভিজ্ঞতা। হেন্ডারসন জানিয়েছেন, মূল আকর্ষণই হতে চলেছে চন্দ্রপৃষ্ঠে হাঁটা। অতিথিরা এই বিশেষ অভিজ্ঞতা লাভ করতে পারবেন। তবে কি চাঁদের মতোই ওজন কমে যাবে এই রিসর্টের ভিতরে ঢুকলে?সংস্থার তরফে জানা হয়েছে চাঁদের মতো অভিজ্ঞতা তৈরি করতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর বেশি কিছু বলতে রাজি হননি হেন্ডারসন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme