রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে নীলকোমল মন্ডল (৫০) নামে হত্যা মামলার প্রধান আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নীলকোমলের মরদেহ উদ্ধার করে গতকাল শুক্রবার রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন জানান, নীলকোমল ফরিদপুর জেলার মধুখালী থানার একটি হত্যা মামলার প্রধান আসামি। ওই মামলার প্রধান আসামি হওয়ার কারণেই সে আত্মহত্যা করতে পারে। যেহেতু সরিষা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেই কারণে নিহতের ছেলে চৈতন্য মন্ডল বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর নীলকোমল মন্ডলের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলার বিবেক ডট কম – ১৫ জানুয়ারি, ২০২১
Leave a Reply