অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৫৭৮ জন রোগী শনাক্ত হয়েছেন। ১৫ জানুয়ারি, শুক্রবারের তুলনায় আজ মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে শনাক্তের সংখ্যা। ১৬ জানুয়ারি, শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৭ হাজার ৬৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৮৮৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৩৩ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বাংলার বিবেক ডট কম – ১৬ জানুয়ারি, ২০২১
Leave a Reply