আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। ১৫ জানুয়ারি, শুক্রবার দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ৬৩৭ জন আহত হন এবং ১৫ হাজারের মতো বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের উৎস সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ৬ কিলোমিটার (৩ দশমিক ৭৩ মাইল) উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি। যদি আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাহলে সুনামির ব্যাপারে সতর্ক করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে সুলাওসি দ্বীপের পালু শহরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই আঘাত হানে সুনামি। এতে ১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
বাংলার বিবেক ডট কম – ১৬ জানুয়ারি, ২০২১
Leave a Reply