পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় মো. সারোয়ার হোসেন ওরফে সৈয়দ (৩২) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার সকাল নয়টার দিকে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সারোয়ার হোসেন উপজেলার কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের জৌতা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সরোয়ার মোটরসাইকেল চালিয়ে বগা-বাউফল-কালাইয়া সড়কের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ওই সময় সরোয়ার পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান নিহতে বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply