আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া সরকারের নয়া তথ্যপ্রযুক্তি আইনে আপত্তি জানিয়ে সে দেশে গ্রাহক পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে গুগ্ল। কিন্তু তাতে আমল দিতে নারাজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
শুক্রবার তিনি বলেন, ‘‘গুগলের হুমকিতে আমাদের কিছু যায় আসে না।’’
ইন্টারনেটে প্রকাশিত সংবাদভিত্তিক পোস্ট থেকে মুনাফার অংশ পাওয়ার জন্য অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সরকার নয়া আইন প্রণয়নে উদ্যোগী হয়েছে। গুগ্লের পাশাপাশি, ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকেও প্রস্তাবিত নয়া আইনের আওতায় আনা হচ্ছে। আর তাতেই আপত্তি তুলেছে গুগ্ল।
সংস্থার তরফে সম্প্রতি জানানো হয়, সংবাদভিত্তিক পোস্ট থেকে আয়ের অংশ পাওয়ার উদ্দেশে নতুন আইন বলবৎ করা হলে অস্ট্রেলিয়ায় গ্রাহক পরিষেবা ‘নিয়ন্ত্রিত’ করা হতে পারে। অস্ট্রেলিয়ার সেনেটের সংশ্লিষ্ট কমিটিতে গুগ্লের প্রতিনিধি মেল সিলভা বলেন, ‘‘যে খসড়া তৈরি করা হয়েছে, সেটিই আইন হিসেবে চালু করা হলে অস্ট্রেলিয়ায় আমাদের সার্চ ইঞ্জিন পরিষেবা বন্ধ করা হতে পারে।’’
অস্ট্রেলিয়া সরকারের যুক্তি, গুগ্ল বা ফেসবুকের মতো সংস্থা তাঁদের দেশের প্রকাশকদের নানা ‘কনটেন্ট’ প্রকাশ এবং প্রচার করে মুনাফা করে। দেশীয় প্রকাশকেরাও যাতে সেই মুনাফার অংশ পান, নতুন আইন তা নিশ্চিত করবে। মরিসন শুক্রবার বলেন, ‘‘অস্ট্রেলিয়ায় ব্যবসা করতে গেলে এ দেশের পার্লামেন্ট নির্ধারিত আইন মেনেই করতে হবে। যাঁরা তা মানবেন, তাঁদের আমরা স্বাগত জানাব। কিন্তু কোনও রকম হুমকিতে আমরা মাথা নোয়াব না।’’
বাংলার বিবেক ডট কম – 22 জানুয়ারি, ২০২১
Leave a Reply