1. [email protected] : admi2017 :
  2. [email protected] : motaharul :

চিনের করোনা টিকার উপর ভরসা নেই পাকিস্তানের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ২১৯ বার
চিনের উপর ভরসা নেই
ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক : দেশের মানুষের জন্য রাশিয়া থেকে টিকা আনাচ্ছে ইমরান খানের প্রশাসন। শোনা গিয়েছে রাশিয়ার ‘Sputnik V’ টিকাকে ছাড়পত্র দেওয়ার কথা ভাবছেন ইমরান খান।

সম্প্রতি একথা জানিয়েছেন ড্রাগ রেগুলেটরি অথরিটি অফ পাকিস্তানের মুখপাত্র আখতার আব্বাস খান। তিনি বলেছেন, টিকা প্রস্তুতকারী সংস্থা রাশিয়ার Sputnik V-কে এগিয়ে রাখছে। তবে এখনই এই টিকাকে ছাড়পত্র দেওয়ার হচ্ছে না। তার আগে প্রশাসনিক স্তরের কিছু কাজকর্ম রয়েছে। সেগুলো করার পরেই মিলবে সবুজ সংকেত। সূত্রের খবর, চিনের ‘করোনাভ্যাক’ ভ্যাকসিন নিয়ে পাকিস্তানের মন্ত্রিসভার মধ্যেই বিতর্ক রয়েছে। অনেকেই টিকার নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাছাড়া চিনও টিকাটির ট্রায়াল সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করেনি। তাই ভ্যাকসিন নিয়ে বেজিংয়ের উপর ভরসা রাখতে পারছে না ইসলামাবাদ।

তবে টিকা কেনার জন্য পাকিস্তান এখনও কোনও বরাত দেয়নি। ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. ফয়জল খান একথা জানিয়েছেন। অন্যদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, চিনা সরকারি সংস্থা সিনোফার্মের থেকে করোনা টিকা কেনার বিষয়ে আলোচনা চলছে ইসলামাবাদে। তবে পুরোটাই নির্ভর করছে করাচিতে টিকাটির প্রথম দফার ট্রায়াল শেষ হওয়ার ওপর।

মডার্নার সমীক্ষা থেকে নভেম্বর মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা গেছে যে এর তেমন কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কোনও অতিরিক্ত সুরক্ষা ও উদ্বেগ ছাড়াই এটি ৯৪.১% কার্যকর। এই ভ্যাকসিন মার্কিন যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসেই কার্যকরী হয়েছে এবং এই মাসের গোড়ার দিকে ইউরোপেও এটি ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে। ভারত জানিয়েছে কোনও ভ্যাকসিন যদি এ দেশে ছাড়পত্র পেতে চায় তবে স্থানীয় সমীক্ষা করতে হবে। যদি দেশটিকে বিশ্বের বৃহত্তম টিকা কর্মসূচী বলে বিবেচনা করতে হয় তবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতেই হবে।

বাংলার বিবেক ডট কম২৬ জানুয়ারি, ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme