1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে দু’ নম্বরে বাংলাদেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ২৩৮ বার
দু’ নম্বরে বাংলাদেশ
ফাইল ফটো

ক্রীড়া ডেস্ক : ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে দু’ নম্বরে উঠে এল বাংলাদেশ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩-০ জিতে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ৷ আর ৬টি ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া৷ তিন ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে ভারত৷ আর ৬টি ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড৷

সোমবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারায় বাংলাদেশ৷ টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ৷ শুরুটা ভালো না-হলেও চার ব্যাটসম্যানেদের হাফ-সেঞ্চুরির সৌজন্যে ক্যারিবিয়ানদের সামনে ২৯৮ রানের টার্গেট রেখেছিল বাংলাদেশ৷ রান তাড়া করতে নেমে ১৭৭ রানে অল-আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ৷ পাওয়েল ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেললেও দু’শো রানের গণ্ডি ছুঁতে পারেননি ক্যারিবিয়ানরা৷

বাংলাদশকে বড় রানে পৌঁছে দেন ক্যাপ্টেন তামিম ইকবাল, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহের হাফ-সেঞ্চুরি৷ ওপেন করতে নেমে লিটন দাস ব্যর্থ হলেও ৮০ বলে ৬৪ রান করেন তামিম৷ ৫১ রানের ইনিংস খেলেন শাকিব৷ মুশফিকুর ও মাহমুদুল্লাহ দু’জনেই ৬৪ রান করে করেন৷

তবে এক বছরের নির্বাসন কাটিয়ে মাঠে ফিরেই দারুণ সফল শাকিব৷ ব্যাট ও বল হাতে পারফর্ম করে সিরিজের সেরা পুরস্কার জিতে নেয় প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক৷ ‘ম্যান অফ দ্য সিরিজ’ পুরস্কার নিয়ে কোচিং স্টাফ ও সতীর্থদের কৃতিত্ব দিয়ে শাকিব বলেন, ‘প্রত্যাবর্তনে আমার সাফল্যের কৃতিত্ব কোচিং স্টাফ ও সতীর্থদের৷ ওরা আমাদের দারুণ সাহায্য করেছে৷ বিশেষ করে প্রথম ম্যাচে৷ জানতাম, কয়েকটা ম্যাচ খেললেই ছন্দে ফিরব৷ প্রথ ম্যাচের পর আমি আত্মবিশ্বাস ফিরে পাই, যা সিরিজের বাকি ম্যাচ গুলিতে ভালো খেলতে সাহায্য করেছে৷’

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন বাংলাদেশের বছর তেত্রিরিশের অল-রাউন্ডার৷ সেই সঙ্গে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে, একই দেশের হয়ে তিন ফর্ম্যাটে ৬০০০ রান এবং ৩০০ বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন শাকিব৷

টেস্ট, ওয়ান ডে এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৬ হাজার রানের মালিক হন শাকিব৷ এর আগেই তিনশোর বেশি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে৷ এক বছরের নির্বাসন কাটিয়ে প্রথম ম্যাচেই মাঠে নেমে ব্যাট হাতে সফল না-হলেও বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বাংলাদেশি অল-রাউন্ডার৷ শাকিব হলেন বিশ্বের একমাত্র ক্রিকেটার, যিনি তিন ফর্ম্যাট মিলিয়ে ছ’হাজার রান এবং তিনশোর বেশি উইকেট নিয়েছেন৷

বাংলার বিবেক ডট কম২৬ জানুয়ারি, ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme