1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :
শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব

নওগাঁয় চলতি মৌশুমে রকেট জাতের সরিষা চাষ কৃষকদের মাঝে সাড়া ফেলেছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ২৪২ বার
রকেট জাতের সরিষা চাষ কৃষকদের মাঝে সাড়া ফেলেছে
নওগাঁয় চলতি মৌশুমে রকেট জাতের সরিষা চাষ কৃষকদের মাঝে সাড়া ফেলেছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলার মাঠ গুলোর চারিদিকে এখন সরিষা ক্ষেতের হলুদের সমারোহ। অনুকূল আবহাওয়া থাকায় আর যথাযথ পরিচর্যার কারণে এবছর উপজেলায় সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সরিষার রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। যেন সরিষার হলুদ হাসিতে স্বপ্ন দেখছে এ এলাকার কৃষকরা। এ বছর সরিষা চাষে চাষিরা অধিক মুনাফা লাভ করবেন বলে মনে করছেন কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি বছরে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৭.৫০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। এখানকার মাটি ও আবহাওয়া সরিষা চাষের উপযোগী হওয়ায় প্রতিবছর এ অঞ্চলে প্রচুর সরিষা উৎপাদন হয়। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর সরিষা ক্ষেতে ভালো ফলন দেখা দিয়েছে। এই উপজেলায় এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এবারে এ উপজেলায় বারি-১৪, ১৫, ১৭, টোরী-৭, রকেট (মানঘোষিত) উচ্চ ফলনশীল সরিষা ও স্থানীয় জাতের সরিষা আবাদ হয়েছে। ভোজ্য তেলের ব্যাপক চাহিদা ও বাজার চড়া থাকায় এবারে সরিষার ভালো দাম পাবেন কৃষকগণ।

সরজমিনে দেখা যায়, উপজেলার শিহাড়া ইউপির জামালপুর গ্রামে অবস্থিত সানারুল ইসলাম উজ্জল ও লুৎফা বেগম সরকারী ভাবে কৃষি সরিষা প্রদর্শনী প্লটের সরিষা ফুল গুলো এখন পরিপক্ক দানায় পরিণত হয়েছে। উক্ত প্লটের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকবর হোসেন জানান সরকারী ভাবে কৃষি সরিষা প্রদর্শনী প্লটের সরিষার ফলন অত্যন্ত ফলপ্রসু হয়েছে। এই কৃষকদের দেখে আশেপাশের অন্যান্য কৃষকরাও সরিষা আবাদে উদ্বুদ্ধ হচ্ছেন। সরিষা আবাদে খরচ কম এবং আমন ও ইরি-বোরো চাষের মাঝের একটি উদ্বৃত্ত উৎপাদনকারী ফসল তাই এর দিকে বেশী ঝুকছেন অত্রাঞ্চলের কৃষকেরা।

উপজেলার শিহাড়া ইউপির এনামুল হক, সানারুল ইসলাম উজ্জল ও লুৎফা বেগম সহ ঐ এলাকার আরো কয়েক জন চাষী এবারে উচ্চ ফলনশীল রকেট (মানঘোষিত) জাতের সরিষার চাষ করেছে। এনামুল হক বলেন বগুড়া এলাকার এক কৃষকের কাছ থেকে পত্নীতলার উপসহকারী কৃষি কর্মকর্তা আকবর হোসেন এই নতুন জাতের (রকেট) বীজ সংগ্রহ করে আমাদের এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করে। এবারে এ এলাকায় ৫/৬ বিঘা জমিতে এই রকেট জাতের চাষ করা হয়। সাধারণ জাতের বীজ ৮০-১০০ টাকা কেজি হলেও রকেট জাতের বীজের দাম ৫০০-১০০০ টাকা কিন্তু সাধারন জাতের সরিষার ফলন ৬/৭ মণ বিঘা হারী হলেও রকেট জাতের সরিষার ফলন প্রায় ১৫/২৫ মণ বিঘা হারী হয়ে থাকে। এ জাতের সরিষা গাছ ৮ থেকে ১০ফিট লম্বা ও স্বাভাবিক সরিষা চেয়ে দ্বিগুন ফলন হয়। দেশীয় জাতের সরিষা মন প্রতি ১৪ থেকে ১৬ লিটার তেল হলেও রকেট জাতের সরিষা ২০ থেকে ২২ লিটার পর্যন্ত তেল পাওয়া যায়। সরিষার এমন ব্যতিক্রমী গাছ দেখতে প্রতিনিয়তই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষকের উপস্থিতির কথা জানিয়েছেন ঐ এলাকাবাসী। রকেট জাতের সরিষার বীজ সংগ্রহের জন্য এলাকার অন্যান্য কৃষকরাও আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সরিষা চাষি এনামুল হক ও সানারুল ইসলাম উজ্জল।

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান জানান, চলতি মৌসুমে সরিষার রোগ বালাই তেমন নেই বললেই চলে। শীতকালীন ফসল হবার ফলে এবং আবহাওয়া অনুকূলে থাকার কারনে এবারে সরিষায় তেমন কোন রোগ নেই। তবে ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেভ গ্রুপের বালাইনাশক এবং ইমিডা ক্লোপিট গ্রুপের কিটনাশক ব্যাবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার জানান, উপজেলায় এবার উচ্চ ফলনশীল বারি-১৪, বারি-১৫, বারি ১৭ ও রকেট (মানঘোষিত) জাতের সরিষার আবাদ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। নতুন উচ্চ ফলনশীল সরিষা আবাদে আশানুরুপ ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর যদি কোন প্রাকৃতিক বিপর্যয় না হয় তাহলে এ উপজেলায় সরিষার বাম্পার ফলন হবে। চলতি বছরে উপজেলার প্রায় ১৮ হেক্টর জমিতে সরকারী ভাবে কৃষি সরিষা প্রদর্শনী প্লট করা হয়েছে এবং গোটা উপজেলায় ৪৭.৫০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। বোরো ধানের চারা লাগানোর আগেই বোনাস ফসল হিসেবে সরিষা চাষ করা হয়। আর এ কারণে অনেক কৃষক আমন ধান কাটার পর লাভবান হতে ওই জমিতে সরিষা চাষ করে। ঘন কুয়াশা এ ফসলের উপর কোন প্রভাব ফেলতে পারে না তাই বেশির ভাগ কৃষকই এখন অন্য ফসলের পাশাপাশি সরিষা চাষ করছেন। সরিষা কেটে ঐ জমিতেই আবার বোরোর আবাদ করা যায়। এতে করে কৃষি জমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হচ্ছে। আমরা সরিষা চাষ বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি। প্রণোদনা কৃষকদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে কৃষকদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। কৃষকরা যতক্ষণ ফসল ঘরে না তুলছেন ততক্ষণ কৃষি বিভাগ তাঁদের পাশে থাকবে। সব মিলিয়ে চলতি মৌসুমে এই উপজেলায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন উপজেলা কৃষি বিভাগ।

বাংলার বিবেক ডট কম২৬ জানুয়ারি, ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme