দিনাজপুর: দিনাজপুরের বিরলের ফরক্কাবাদ জয়নুল মুদিখানা নামক এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ২৬ জানুয়ারি, মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরাক্কাবাদ ইউপি’র ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন (৩০) ও মোজাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)।
বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, রাত ১০ টার দিকে বোচাগঞ্জ অভিমুখ থেকে ছেড়ে আসা ট্রাকের (ঢাকা মেট্রো- ১৮-৭৯০২) সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়। ঘটনার সাথে সাথে স্থানীয় জনতা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের কর্মীদের সহযোগিতায় পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলার বিবেক ডট কম – ২৭ জানুয়ারি, ২০২১
Leave a Reply