সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মায়ের কাছ থেকে নেশার টাকা না পেয়ে জাকারিয়া হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার ভোরে উপজেলার পৌর সদরের আসানবাড়ি গ্রামের সাজু আহমেদের ছেলে জাকারিয়া হোসেন বাড়ির পাশের একটি গাছের সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ। তিনি জানান, আসানবাড়ি গ্রামের মাদকাসক্ত যুবক জাকারিয়া হোসেন বৃহস্পতিবার রাতে তার মায়ের কাছে টাকা চাইলে তার মা ১০০ টাকা দেন। এ সময় জাকারিয়া আরও টাকা দাবি করে। তার চাহিদামতো টাকা না পেয়ে রাত ৯টার পর বাড়ি থেকে বের হয়ে যায় জাকারিয়া। শুক্রবার ভোরে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
বাংলার বিবেক ডট কম – ২৯ জানুয়ারি, ২০২১
Leave a Reply