রংপুর: রংপুরের পীরগাছায় চরের জমি নিয়ে বিরোধ মীমাংসায় বসা সালিশ বৈঠকে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে স্থানীয়ভাবে নেছাবুদ্দি বাজারে উভয়পক্ষ সালিশে বসে। কিন্তু বিরোধ মীমাংসার চেষ্টা ভেস্তে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশ জানিয়েছে, গাবুরার চরের জমিজমা নিয়ে ছাওলা ইউনিয়নের নেছাবুদ্দি বাজারের দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এসময় প্রতিপক্ষের লোকজন আব্দুল কাদের প্রামাণিক নামে একজন কৃষককে বেঞ্চ দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেবাশিস কুমার ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় সাইফুল ইসলাম নামে এক যুবককে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
বাংলার বিবেক ডট কম – ২৯ জানুয়ারি, ২০২১
Leave a Reply