মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় বিদ্যুতের খুঁটি ভর্তি একটি ট্রলির নিচে চাপা পড়ে রঞ্জু (৪০) নামের এক শ্রমিক মারা গেছে। এ সময় মতলেব (৬০) নামের আরেক শ্রমিক আহত হয়েছে। নিহত ও আহত উভয়ের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের ইটেরপুল বিদ্যুৎ অফিস থেকে একটি ট্রলিতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে শরীয়তপুরে যাচ্ছিল। পথিমধ্যে খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় পৌঁছালে ট্রলিটির চাকা পামচার হয়ে যায়। এ সময় চাকা মেরামতের জন্য ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রলির ড্রাইভার রঞ্জু মারা যায় এবং অপর শ্রমিক মতলেব খুঁটির নিচে চাপা পড়ে আহত হয়। তারা দুজনে মাদারীপুর থেকে ট্রলি দিয়ে বিদ্যুতের খুঁটি বিভিন্ন জায়গায় পৌঁছে দিত।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করি এবং খুঁটির নিচে চাপা পড়া একজনকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলার বিবেক ডট কম – ৩০ জানুয়ারি, ২০২১
Leave a Reply