ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুরে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে মুকসেদা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত ঐ বৃদ্ধা উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (ঝাবরগাছি) গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।
জানা যায়, বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ওই বৃদ্ধা মুকসেদা ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা হরিপুরগামী একটি বাসে কামার পুকুর নামক স্থান থেকে উঠে। এরপর রাস্তার মাঝখানে এক পশু চলে আসলে চালক হঠাৎ ব্রেক করলে গেটের সামনে বসা ঐ বৃদ্ধা ছিটকে রাস্তায় পড়ে যায়।
এসময় বাসে থাকা যাত্রীরা ঐ বৃদ্ধাকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলার বিবেক ডট কম – ০৩ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply