সুমাইয়া তাবাস্সুম: চাষের জমিতে যুবতীর দেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয়রা।
মঙ্গলবার সকালে অজ্ঞাত এক যুবতীর দেহ পড়ে থাকতে দেখেন গ্রামের বাসিন্দারা। মাঠে চাষের কাজে যাওয়ার সময় দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। যুবতীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
ওই যুবতীর এখনো নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ধারনা, কেউ বা কারা রাতের অন্ধকারে ওই যুবতীকে খুন করে মাঠে ফেলে গিয়েছে। যুবতীর গলায় ফাঁসের দাগ রয়েছে। মুখে ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন। এই বিষয়ে উজিরপুর গ্রামের পঞ্চায়েত সদস্য চন্দ্রশেখর মন্ডল বলেন, ‘‘সকালবেলা গ্রামের কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে দেহটি দেখতে পান। আতঙ্কে কাজ ছেড়ে সকলে বাড়ি ফিরে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আমি ছুটে আসি। দেহটি দেখে মনে হচ্ছে ধর্ষণ করে খুন করা হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ যুবতীর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। আমরা দ্রুত দোষীদের শাস্তি চাই। পুলিশ দ্রুত দোষীদের খুঁজে বার করুক।
এদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে। মৃতের নাম পরিচয় জানতে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply