ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মো. হুমায়ন (৪৫) নামে জেলা কাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে জেলা কারাগার কর্তৃপক্ষ। মৃত হুমায়ন জেলার কসবা উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম জানান, সকাল সাড়ে ৮টার দিকে কারাগারের হাজতি হুমায়ন বুকে ব্যাথা অনুভব করে। পরে তাৎক্ষণিক তার ইসিজি করে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়নকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, মাদক মামলার আসামি হয়ে গত ২৮ জানুয়ারি কারাগারে আসেন হুমায়ন। সকালে হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে তার মৃত্যু হয়।
বাংলার বিবেক ডট কম – ০৪ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply