স্টাফ রিপোর্টার : গাজীপুরে শিক্ষার্থীর ছুরিকাঘাতে সাদেক আলী (৩২) নামে এক স্যানিটারি মিস্ত্রি খুন হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে সিটি করপোরেশনের ছায়াবিথী এলাকায় খুনের এ ঘটনা ঘটে।
নিহত সাদেক শেরপুরের ঝিনাইগাতি থানার বাঁকাকোরা এলাকার মো. শাহ আলমের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ছায়াবিথি এলাকায় বাসা ভাড়া থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন সাদেক। বৃহস্পতিবার রাতে মধ্য ছায়াবীথি এলাকায় একটি মুদি দোকানের সামনে সাদেকের সঙ্গে পশ্চিম ভুরুলিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে কাউসারের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে কাউসার ধারালো অস্ত্র দিয়ে সাদেকের গলায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা সাদেককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটেছে। সালাম না দেওয়ায় কাউসারের সঙ্গে সাদেকের ঝগড়া বেধেছিল। কাউসারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলার বিবেক ডট কম – ৫ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply