স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার গভীর রাতে রাজলক্ষ্মী জুয়েলার্স নামের ওই দোকানে এ লুটের ঘটনা ঘটে।
রোববার (৭ ফেব্রুয়ারি) রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকপক্ষ সাংবাদিকদের এ কথা জানিয়েছে।
রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকের ভাই অমিত সাহা জানান, দোকান থেকে ৫০০ ভরি গয়না ও দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, গতকাল শনিবার রাত আড়াইটা থেকে ৩টার দিকে এ লুটের ঘটনা ঘটে। তিনজনের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে সোনার গয়না ও নগদ অর্থ নিয়ে যায়।
অমিত আরও বলেন, সিসি টিভির ফুটেজে তিনজনকে দেখা গেছে। তাদের দুজনের মুখ ঢাকা ছিল। অন্যজনের মুখ খোলা ছিল।
এ ঘটনায় রাজলক্ষ্মী জুয়েলার্স কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) রুবেল আজাদ বলেন, রাজলক্ষ্মী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। তারা তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বাংলার বিবেক ডট কম – ৭ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply