নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে জুয়ারে বোর্ডে টাকা হেরে মোঃ রাজু (২৬) নামের এক যুবক ডেমফিক্স পান করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টা নগরীর বোয়ালিয়া মডেল থানার কেদুর মোড় নদীর ধারের বসতির নিজ বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে। পরে তাকে তার বাড়ির লোকজন অসুস্থ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। অসুস্থ যুবক মোঃ রাজু, সে ওই এলাকার মৃত তাজেলের ছেলে।
যুবকের বড় ভাই মোঃ রতন জানায়, বরিবার (৩ সেপ্টেম্বর) রাতে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারে মামুনের জুয়ার বোর্ডে জুয়া খেলে ১ লাখ ২৫ হাজার টাকা হেরে যায় রাজু। পরে ভোর সাড়ে ৪টার দিকে বাড়িতে প্রবেশ করে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। এদিন ভোর সোয়া ৫টার দিকে তার শয়নকক্ষ থেকে গোংড়ানোর আওয়াজ শোনা যায়। সাথে সাথে রাজুর শয়নকক্ষে গিয়ে দেখা যায়, সে অসুস্থ অবস্থায় ছটপট করছে। এ সময় তাকে নিয়ে গিয়ে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রাজু রামেকের ১৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানায় যুবকের বড় ভাই মোঃ রতন।
এদিকে, মামুনের জুয়ার বোর্ডে রাজুর সোয়া লক্ষ টাকা হেরে যাওয়া এবং ড্যামফিক্স পান করে অসুস্থ হয়ে রামেকে মৃত্যুর সাথে পাঞ্জালড়ার ঘটনায় কেদুরমোড় ও খরবোনা এলাকায় ব্যপাক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একাধিক স্থানীয়রদের অভিযোগ, পাচানী মাঠ, পঞ্চবটি, খরবোনা, কেদুরমোড়, হাদিরমোড় এলাকায় অসংখ্য কিশোর, তরুণ ও যুবকরা জুয়া খেলার পাশাপাশি মাদকাশক্ত হয়ে পড়েছে। অনেকে আবার মাদকের কারবারের সাথে জড়িয়ে পড়েছে। এসব বসতীতে সুদকারবারীর সংখ্যাও অনেক। জুয়া ও নেশার জন্য হাত বাড়ালেই চড়া সুদে মেলে ১০/২০ হাজার টাকা। ফলে পাচানীমাঠ থেকে হাদিরমোড় নদীর ধারের বসতিতে বেপরোয়া হয়ে পড়েছে উঠতি বয়সি কিশোর, তরুণ ও যুবকরা। আর সেই কারনেই পদ্মাপাড়ের বসতীগুলিতে অপরাধ দিনদিন বাড়ছে। সমাজ ধ্বংসের জন্য দায়ি এইসব আপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি স্থানীয়দের।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) মোঃ আমিরুল ইসলাম জানান, জুয়া খেলে টাকা হেরে যাওয়া, ড্যামফিক্স খাওয়া এবং অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি হওয়া কোন খবর আমার জানা নাই। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply