নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ একনারী মাদক কারবারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকৃতর হলো: বারুইপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে রমজান আলী ওরফে পারা (৩৫) ও মাদারপুর কাইয়াপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলাম ওরফে বালি আজিজুলের মেয়ে কারিমা বেগম।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ।
জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর গ্রামের গ্রেপ্তারকৃত কারিমা বেগম তাদের দোতলা ছাদ বিশিষ্ট পাকা বসতবাড়ির দক্ষিণপার্শ্বের মেইন গেটের সামনে দুইজন মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে মোঃ রমজান আলী ওরফে পারাকে দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্সের ফুল প্যান্টের সামনের ডানপার্শ্বের পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুঁড়া পদার্থ ৯০ গ্রাম এবং কারিমা বেগমের দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করে।
এঘটনায় তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply