অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে নৃশংসভাবে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতা মোয়াজ্জেম হোসেন প্রান্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (০৯ সেপ্টেম্বর) ভোরে দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
এর আগে ৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়ায় একটি স্কুলের নির্মীয়মান ভবনে চোর সন্দেহে আকাশ নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগীর ফুফু বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মীর মোয়াজ্জেম হোসেন ওরফে প্রান্ত, মো. ফিরোজ (১৮), মো. মোস্তাফিজুর রহমানকে (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দিয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞসাবাদে জানা যায়, ৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভুক্তভোগী ও তার বন্ধুরা মিলে রাজধানীর মোহাম্মদপুরের একটি স্কুলের নির্মীয়মান ভবনে প্রবেশ করে। এ সময় সেখানকার শ্রমিকরা তাদেরকে ধাওয়া করলে ভুক্তভোগীর বন্ধুরা পালিয়ে যায়।
তবে আকাশকে আটক করে তাদের থাকার জায়গায় নিয়ে যান শ্রমিকরা।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত মোয়াজ্জেমের নির্দেশে ভুক্তভোগীকে লোহার রড চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে জখম করে। পরদিন সকালে আকাশ গুরুতর অসুস্থ হয়ে পড়লে গ্রেপ্তারকৃতরা তার ফুফুকে মোবাইলে বিষয়টি জানায়। ফুফু ঘটনাস্থলে এসে আকাশকে উদ্ধার করে নিলে সে মারা যায়।
এ খবরে পালিয়ে যায় শ্রমিকরা।
Leave a Reply