স্টাফ রিপোর্টার : শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার উপহার দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বুধবার (১০ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগরীর ১৭জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন মেয়র। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৭টি হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ. প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রাজশাহীর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরীয়তুল্লাহ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন, ইভেন্ট ম্যানেজমেন্টন ও ট্যুরিজম ম্যানেজার ফরহাদ হোসেন আদনান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলার বিবেক ডট কম – ১০ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply