স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন। এ সময় পুলিশ কমিশনার উপস্থিত সকলকে নির্ভয়ে কোভিড-১৯ এর টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ফোর্সবৃন্দ। পুলিশ কমিশনার মহোদয় ছাড়াও কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
উল্লেখ্য যে, টিকা প্রদানের লক্ষমাত্রা ২২৫ জন তন্মধ্যে ১৮০ জনকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে। টিকা প্রদান অব্যাহত রয়েছে।
বাংলার বিবেক ডট কম – ১০ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply