1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

অস্ট্রেলিয়ান ওপেনে বোপন্নাদের বিদায়

  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭৭ বার
অস্ট্রেলিয়ান ওপেনে বোপন্নাদের বিদায়
ফাইল ফটো

ক্রীড়া ডেস্ক : মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে বিদায় নিলেন রোহন বোপন্না৷ বুধবার মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ডাবলসের প্রথম রাউন্ডে বোপন্না ও তাঁর পার্টনার বেন ম্যাকলাচান জুটি দক্ষিণ কোরিয়ার জুটির কাছে স্ট্রেট সেটে হেরে (৪-৬, ৬-৭) অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নেয়৷ তবে পুরুষ সিঙ্গলসে প্রথম রাউন্ডের বাধা টপকাতে বেশ কসরত করতে হল গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচকে৷

কোভিড-১৯ কারণে মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম এবার শুরু হয়েছে একটি দেরিতে৷ প্লেয়াররা প্রথমে কোয়ারেন্টাইনে থাকার পর কোর্টে নামার ছাড়পত্র পান৷ তবে কোয়ারেন্টাইনে থাকার মধ্যেই বেশ কয়েক জন খেলোয়াড়ের কোভিড পজিটিভ পাওয়া যায়৷ তবে এর মধ্যেই শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন৷ মঙ্গলবার অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শুরু করেছেন রাফায়েল নাদাল৷

বুধবার মার্কিন ফ্র্যান্সেস তিয়াফোকে চার সেটের লড়াইয়ে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন গতবারের চ্যাম্পিয়ন জকোভিচ৷ তবে এদিন অঘটন ঘটে৷ প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন প্রাক্তন চ্যাম্পিয়ন স্ট্যান ওয়ারিঙ্ককা৷ মার্কিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াই জেতেন জোকার৷ সার্বিয়ান তারকার পক্ষে ম্যাচের ফলাফল ৬-৩, ৬-৭, ৭-৫ ও ৬-৩৷

গতবারের চ্যাম্পিয়নের বিরুদ্ধে ম্যাচ হারলেও যথেষ্ট বেগ দেন তিয়োফো৷ রড লেভার এরিনায় দ্বিতীয় ও তৃতীয় সেটে শীর্ষ বাছাই জোকারকে কড়া টক্কর দেন তিনি৷ নবম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতার লক্ষ্যে মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামের কোর্টে নামেন জকোভিচ৷ ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের বিরুদ্ধে ম্যাচ জিততে না-পারলেও সমীহ আদায় করে নেন মার্কিন খেলোয়াড়৷

জোকার অল্পের জন্য রক্ষা পেলেও প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন ওয়ারিঙ্কা৷ পাঁচ সেটের লড়াইয়ে হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীর কাছে হার মানে প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন৷ এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে আটবার পাঁচ সেটের লড়াই জিতেছিলেন ওয়ারিঙ্কা৷ কিন্তু এদিন পাঁচটি আনফোর্সড এররের ফলে টাইব্রেকারের খেসারত দিতে হয় তাঁকে৷

এছাড়া যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন ডোমিনিক থিয়েম পরের রাউন্ডে উঠেছেন৷ জার্মানির প্রতিদ্বন্দ্বী ডোনিমিক কোয়েফারককে ৬-৪,৬-০,৬-২ হারান থিয়েম৷ বিশ্ব ব়্যাংকিংয়ে তিন নম্বর থিয়েম গত বছর প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন৷ কিন্তু খেতাবের লড়াইয়ে জকোভিচের কাছে হারেন৷ তবে তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম এসেছে যুক্তরাষ্ট্রে ওপেনের হাত ধরে৷

বাংলার বিবেক ডট কম১০ ফেব্রুয়ারী, ২০২১

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme