চট্টগ্রাম : চট্টগ্রামে সীতাকুণ্ডে রয়েল গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মুশফিকুর আহমেদ (২১) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মুশফিক চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. বাবুল মিয়া বলেন, পুলিশ সদস্য মুশফিকুর আহমেদ মোটরসাইকেল চালিয়ে জেলা পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলার বিবেক ডট কম – ১১ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply