অনলাইন ডেস্ক: প্রায় এক ঘণ্টা পর চালু হয়েছে মেট্রো রেল সার্ভিস। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, কাজীপাড়া স্টেশন সংলগ্ন লাইনে ঘুড়ি পড়ায় মেট্রো রেল চলাচলে বিঘ্ন ঘটে।
ফলে মতিঝিল থেকে উত্তরা মেট্রো রেল সার্ভিস বন্ধ থাকে। ঘুড়ি অপসারণের পর ফের চালু হয়েছে মেট্রো।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ঘুড়ির কারণে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। কিন্তু এখন সমস্যার সমাধান হয়ে গেছে।
মেট্রো রেল চলাচল করছে।’
এর আগেও কারিগরি ত্রুটির কারণে কাজীপাড়া স্টেশনে আটকে পড়েছিল মেট্রো রেল। প্রায় দুই ঘণ্টা পর ত্রুটি সারিয়ে চলাচল শুরু হয়।
এ ঘটনায় মেট্রো রেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
Leave a Reply