স্টাফ রিপোর্টার : ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীর ভুমন মোহন পার্কের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী জানায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা। শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর ভাষা শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করাসহ সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার কার্যালয়ে মাতৃভাষা ও ভাষা শহীদদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সময় উপস্থিত ছিলেন বিপিজেএ’র রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন খান, অর্থ-সম্পাদক মিলন শেখ, প্রচার সম্পাদক আজম খান,নির্বাহী সদস্য আলী এহসান তুহিন ও রাশেদুর রহমান রাসেল। আরো উপস্থিত ছিলেন কাবিল হোসেন, শরিফুল ইসলাম তোতা, সোহাগ আলী, আবু নুর মো. মুক্তার হোসেন।
Leave a Reply