অনলাইন ডেস্ক : ছোট পর্দায় ফিরছে হলিউডের আলোচিত ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’র কাহিনী। মূল ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। এতে অভিনয় করেছিলেন জনপ্রিয় হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এ ছবির শুটিং করতে গিয়েই একে অন্যের প্রেমে পড়েন তারা।
এবার ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির কাহিনী নিয়ে সিরিজ নির্মাণ করা হচ্ছে যা প্রকাশিত হবে আমাজন প্রাইমে। সিরিজটি মুক্তি পাবে আগামী বছর। এতে জুটি বেঁধে অভিনয় করবেন ফোয়েবে ওয়ালার-ব্রিজ ও ডোনাল্ড গ্লোবার। তারা ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দিয়েছেন।
আমাজন স্টুডিওর প্রধান জেনিফার সাল্ক জানিয়েছেন, এটা আমাদের কাছে স্বপ্নের মতো, কারণ এ সিরিজ সারা বিশ্বের দর্শকদের জন্য নির্মাণ করা হবে। আমাদের টিমটাও দারুণ হয়েছে। ডোনাল্ড ও ফোয়েব বিশ্বের সেরা মেধাবী শিল্পীদের মধ্য অন্যতম। সূত্র: এক্সপ্রেস ইউকে
বাংলার বিবেক ডট কম – ১৪ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply