অনলাইন ডেস্ক : ‘হলুদ বাটো মেন্দি বাটো’ জনপ্রিয় ও কালজয়ী এই গানের সংগীত পরিচালক আলী হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই গান ছাড়াও অসংখ্য শ্রোতা-দর্শকপ্রিয় গানের সুরস্রষ্টা কিংবদন্তি সংগীত পরিচালক আলী হোসেন ১৬ ফেব্রুয়ারী, মঙ্গলবার আমেরিকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর খবর তার পারিবারিক সূত্রের বরাতে সঙ্গীতাঙ্গনের লোকেরা গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
বাংলাদেশের সংগীত জগতের এক উজ্জল নক্ষত্র আলী হোসেন। বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গান তার সৃষ্টি। তার মধ্যে রয়েছে ‘হলুদ বাটো মেন্দি বাটো’, ‘চাতুরী জানে না মোর বধূয়া‘ , ‘অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না’, ‘আরে ও প্রাণের রাজা তুমি যে আমার’, ‘এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে’, ‘ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজেরে যে ভুলে যায় তুলনা খুঁজে না পায়’, ‘কে তুমি এলে গো আমার এ জীবনে’সহ অসংখ্য জনপ্রিয় গান।
ঢাকায় বিভিন্ন বাংলা চলচ্চিত্রের কাজ করার পাশাপাশি উর্দু ‘ছোট সাহেব’, ‘দাগ’, ‘আনাড়ি’, ‘কুলি’ ইত্যাদি চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজ ও করেন আলী হোসেন।
বাংলার বিবেক ডট কম – ১৭ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply