রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় মোহনপুর থানাধীন হাজেরা পুকুর এলাকায় অভিযান চালায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোহনপুর থানাধিন মৌগাছি গ্রামের মৃত আবেদ মন্ডলের ছেলে মোঃ আমজাদ মন্ডল (৪২), মৃত সাদেক আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম (৩৬), একই থানার কেশরহাট গ্রামের আরিফ মন্ডলের ছেলে মোঃ আজিজুল ইসলাম (২২)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বাংলার বিবেক ডট কম – ১৭ ফেব্রুয়ারী ২০২১
Leave a Reply