রাজশাহী : নিষিদ্ধঘোষিত ভারতীয় ফেনসিডিল বিক্রয় ও সেবনের অপরাধে রাজশাহীর বাঘায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহষ্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ও সন্ধ্যায় পৃথক পৃথক অভিযানে তাদের কে আটক করা হয়।
পুলিশের বরাত দিয়ে জানা যায়, এ দিন বিকেল ৩টায় বাঘা থানার উপ পরিদর্শক ( এসআই ) লুৎফর রহমানের নের্তৃত্বে সংগীয় ফোর্স নিয়ে পৌরসভার ছাতারি এলাকা থেকে ৫ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার হাবিবপুর গ্রামের আলিমুদ্দিনের ছেলে মানিক উদ্দীন (৪০) এবং অপর দু’জন হলেন নওদাপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে মনিরুল ওরফে মনির (৩০) ও বাহারুদ্দিনের ছেলে জিয়াউল হক (৩৬)।
একই দিন সন্ধা সাড়ে ৬টায় বাঘা পৌরসভার সড়কঘাট এলাকার একটি আমবাগানে মাদক সেবন করাকালিন সময়ে দু’জনকে আটক করা হয়। তারা হলেন, নারায়নপুর এলাকার আসলামের ছেলে সোহাগ পারভেজ (২৮) ও সিদ্দিকের ছেলে সোহান (১৯)। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এবিষয়ে পৃথক পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতের মাধ্যমে জেলাহাজতে প্রেরন করা হবে।
বাংলার বিবেক ডট কম – ১৯ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply