রাজশাহী: রাজশাহীতে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় নগরীর বোয়ালিয়া থানাধিন আহম্মদনগর এলাকা হতে ৮ জনকে আটক করা হয়। এ সময় ৬ প্যাকেট তাস ও নগদ ১২,৯৫০ টাকা উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে রাত ১০টার দিকে রাজপাড়া থানাধিন সিটি বাইপাস ঘোড়াচত্তর এলাকা হতে মাদক ক্রয়-বিক্রয় ও তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তাদের কাছ থেকে ৫ প্যাকেট তাস, নগদ ৪,১২০ টাকা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রুহুল কুদ্দুস।
গ্রেফতারকৃতরা হলো: বোয়ালিয়া মডেল থানাধিন আহাম্মদ নগর এলাকার -মোঃ মোনতাজ আলীর ছেলে মোঃ আমিরুল ইসলাম(৪৫), বিসিক ফ্যাক্টরীর মোড় এলাকার মোঃ মনিরের ছেলে মোঃ জামাল (৪৫), মিলপাড়া এলাকার মৃত নারায়ন চন্দের ছেলে শ্রী কাঞ্চন(৪০), জিন্নানগর এলাকার মৃত আঃ রশিদের ছেলে মোঃ ওয়াহেদ আলী (৫০), মথুরডাঙ্গা এলাকার মৃত রমজান বিশ্বাসের ছেলে মোঃ রনু বিশ্বাস ওরফে ফটিক (৪৫), সুজানগর এলাকার মৃত মমতাজের ছেলে মোঃ শামিম হোসেন (৪৩)। চন্দ্রিমা থানাধিন বিহারী কলোনী ৫ নং গলির মৃত আঃ মোতালেবের ছেলে মোঃ মামুন (৪৬), বিহারী কলোনী ১নং গলির মৃত ওমর আলর ছেলে মোঃ মেসবাউল হক (৪৫), শাহমখদুম থানাধিন ছায়ানীড় আবাসিক এলাকার মৃত জতিন্দ্রনাতের ছেলে নব মুসলিম মোঃ রফিকুল ইসলাম (৬০), বোয়ালিয়া থানাধিন আমবাগান এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মোঃ জাহিদুর রহমান (৪৮), রাজপাড়া থানাধিন বহরমপুর এলাকার মৃত ফিউল আলমের ছেলে মোঃ আলী হোসেন (৩২), আলীর মোড় এলাকার মৃত আঃ করিমের ছেলে মোঃ রফিক(৩৫), বাসা নং-৪০০ নতুন বিলসিমলা এলাকার মৃত মজিবরের ছেলে মোঃ রবিউল ইসলাম (৪৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ নাজমুল হোসেন (৫১), বহরমপুর বয়ানের মাঠ এরাকার মোঃ আবুল কালামের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫০),
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলার বিবেক – ২০ ফেব্রুয়ারী, ২০২১
Leave a Reply