1. admin@zzna.ru : admin@zzna.ru :
  2. md.masudrana2008@gmail.com : admi2017 :
  3. info.motaharulhasan@gmail.com : motaharul :
  4. email@email.em : wpadminne :

ভারতে মুক্তির অনুমতি পায়নি পাকিস্তানি ছবি ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’

  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬ বার
ভারতে মুক্তির অনুমতি পায়নি পাকিস্তানি ছবি ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’
ভারতে মুক্তির অনুমতি পায়নি পাকিস্তানি ছবি ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’

তামান্না হাবিব নিশু : প্রায় এক দশকেরও বেশি সময় পরে ভারতের সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানি ছবি ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। জনপ্রিয় অভিনয় শিল্পী ফাওয়াদ খান ও মাহিরা খানের সিনেমাটি আগামী ২ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলেই খবর টাইমস নাউয়ের।

পাকিস্তানি সিনেমা ভারতে মুক্তি পায় না প্রায় এক দশকের বেশি সময় ধরে। তবে আলোচিত ছবি ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ দিয়ে সেই বাধা কাটানোর সম্ভাবনা ছিল জোরদার। কিন্তু দিন ঘনিয়ে আসতেই জানা গেল, পাকিস্তানি ছবি মুক্তি পাবে না ভারতের কোনো সিনেমা হলে।

আশা করে ফাওয়াদ খান ও মাহিরা খান তাদের সিনেমার পোস্টার শেয়ার করেছিলেন। এর আগে জি স্টুডিও জানিয়েছিল আগামী ২ অক্টোবর ছবিটি ভারতে মুক্তি পাবে, কিন্তু সেটা হচ্ছে না।

মুক্তি না দেয়ার কারণ হিসেবে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে পাকিস্তানেও ভারতীয় ছবি দেখানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজও বন্ধ।

ভারতে এই পাকিস্তানি সিনেমা মুক্তির বিরোধিতা করেছে ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দল। মহারাষ্ট্রেও ছবির মুক্তি নিয়ে সতর্কতা জারি করেছিল এমএনএসের প্রধান রাজ ঠাকরে।

ছবি মুক্তির খবরে মাহিরা খান তার ইনস্টাগ্রামে ছবিটির পোস্টার পুনরায় শেয়ার করেছিলেন। ক্যাপশনে লেখা ছিল, “চল যাই”। ফাওয়াদ খানও পোস্টারটি শেয়ার করেছিলেন সম্প্রতি।

ফাওয়াদ খান বলিউডে বেশ জনপ্রিয়। তিনি ‘খুবসুরাত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘কাপুর অ্যান্ড সন্স’এর মতো বলিউড ছবিতে কাজ করেছেন। এদিকে শাহরুখ খানের ‘রইস’ দিয়ে বলিউডে অভিষেক হয় মাহিরা খানের।

উল্লেখ্য, ২০১৬ সালে উরি সন্ত্রাসী হামলার পর, পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা নিষিদ্ধ করা হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট ২০২৩ সালের নভেম্বরে পাকিস্তানি তারকাদের ভারতে উপস্থিত হওয়া বা কাজ করা থেকে নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেয়।

আরও পড়ুন: এক দশক পর ভারতের পর্দা কাঁপাবে পাকিস্তানি সিনেমা

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 BanglarBibek
Customized BY NewsTheme