অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৫০ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এ পর্যন্ত ছয় হাজার ৩১৪ জন পুরুষ এবং দুই হাজার ২৮ জন নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন পাঁচজনসহ দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮ হাজার ৩৪২ জন। আর নতুন করে ৩৫০ জনসহ এ পর্যন্ত আক্রান্ত মোট ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২৪ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৯০ হাজার ৮৯২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এ বছর ২৩ জানুয়ারি তা আট হাজার ছাড়িয়ে যায়।
বাংলার বিবেক /এম এস
Leave a Reply